Return Policy Page

1. পণ্য গ্রহণ করার পরবর্তীতে অসতর্কতা বা অবসাবধানতার কারনে ভেঙ্গে যাওয়া, পানিতে ভিজে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া সংশ্লিষ্ট কার্যক্রম অপারেট করতে ব্যর্থ হলে পন্য ফেরতযোগ্য, পরিবর্তন, ওয়ারেন্টি গ্রহণ যোগ্য হবে না। 
2. পণ্য রিসিভ করার সঙ্গে সঙ্গে চেক করে নিবেন অন্যথায় ফেরত প্রদান করিবেন। 
3. পন্য রিসিভ করার পরবর্তীতে কোন সমস্যা ধরা পরলে 03 দিনের মধ্যে নির্দিষ্ট কারন উল্লেখ করে রিফান্ড আবেদন করতে হবে।
উত্তম সেবায় প্রতিশ্রুতি বদ্ধ

MY Needi কর্তৃপক্ষ।

স‌ঠিক মানের পণ্য, বিশ্বস্ত সার্ভিস

আমরা দিই শুধুমাত্র মানের নিশ্চয়তা নয়, এক অভিজ্ঞতার প্রতিশ্রুতি। MyNeedi.com-এ প্রতিটি পণ্য বাছাই করা হয় যত্ন ও বিশ্বাসের সঙ্গে, যাতে আপনি পান স‌ঠিক মান, নির্ভরযোগ্য সেবা, আর নিখুঁত সন্তুষ্টি।

All categories
Flash Sale
Todays Deal